News71.com
 Technology
 09 Oct 19, 11:10 AM
 831           
 0
 09 Oct 19, 11:10 AM

পুরনো সাদাকালো ছবি রঙিন হবে গুগল ফটোজে ।।

পুরনো সাদাকালো ছবি রঙিন হবে গুগল ফটোজে ।।

প্রযুক্তি ডেস্কঃ বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা পুরনো সাদাকালো ছবি রঙিন করে সংরক্ষণের সুযোগ দেবে গুগল ফটোজ। এ জন্য অ্যাপের নতুন আপডেটে ‘কালারাইজ মোড’ ফিচারের বেটা সংস্করণ চালু করেছে ছবি বিনিময় ও অনলাইন স্টোরেজ সেবাটি। ফিচারটি মূলত স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত আর্কাইভে থাকা পুরনো ছবিগুলোকে রঙিন করে তুলবে। এত দিন বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা পুরনো ছবি বা ভিডিওগুলো বছর পেরোলেই ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করত গুগল ফটোজ। শুধু তা-ই নয়, পুরনো দিনের স্মৃতি রোমন্থনের সুযোগ দিতে ছবি বা ভিডিওগুলো পোস্টের বর্ষপূতিতে সেগুলো দেখার আমন্ত্রণ বার্তা পাঠিয়ে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন