News71.com
 Technology
 17 Oct 19, 10:46 AM
 803           
 0
 17 Oct 19, 10:46 AM

১৪ বছর পর স্কুটার নিয়ে ফিরলো বাজাজ চেতক ।।

১৪ বছর পর স্কুটার নিয়ে ফিরলো বাজাজ চেতক ।।

প্রযুক্তি ডেস্কঃ ১৪ বছর পর বাজারে ফিরলো বাজাজ চেতক। একদম নতুন রূপে! ‘বাজাজ চেতক’ নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে নস্টালজিয়া। ১৯৮০ থেকে ৯০-এর সময়ে দু’চাকার অন্যতম বাহন যেন বাজাজ চেতক। কিন্তু সময়ের নিয়মে হাল ফ্যাশানের স্কুটির ভিড়ে বাজার থেকে হারিয়ে গিয়েছিল এই চেতক। যুগের বিবর্তনের সঙ্গে মানুষ এখন আবারও ঝুঁকছে রেট্রো-ক্লাসিক জিনিসের দিকে। আর সেই দিকে লক্ষ্য রেখেই নতুন ভাবে ই-স্কুটার রূপে চেতকের পুনর্জন্ম হল। বুধবার ভারতের বাজারে উন্মুক্ত হল ই-স্কুটার বাজাজ চেতক। দর্শনের দিক থেকে প্রয়োজনীয় বেশ কিছু পরিবর্তন আনা হলেও, মূল ডিজাইন রাখা হয়েছে পুরানো চেতকের মতোই। তবে ব্যাটারিচালিত হওয়ায় পুরানো চেতকে আগের মতো শব্দ হবে না। এটিই বাজারের প্রথম ইলেকট্রিক স্কুটার। ৮৫ কিলোমিটার আর ৯৫ কিলোমিটার - এই দু’রকম ভেরিয়েন্টে পাওয়া যাবে বাজাজের প্রথম এই ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারে রয়েছে মাল্টি স্পোক অ্যালয় হুইল বেস। রয়েছে আইপি ৬৭-রেটেড লিথিয়াম-আয়ন ব্যাটারি। বাড়িতে থাকা ৫ এএমপি চার্জিং পয়েন্ট থেকেই এই ব্যাটারি চার্জ করে নেওয়া যাবে। বাজাজের এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে এলইডি ফ্রন্ট আর ব্যাক ল্যাম্প। ২০২০ সালের শুরুর দিকেই বাজারে আসতে চলেছে বাজাজ চেতক। চেতকের দাম ১ লক্ষ টাকার আশেপাশে হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন