তথ্যপ্রযুক্তি ডেস্কঃ পথের সন্ধানে আধুনিক সময়ের গুরুত্বপূর্ণ সহায়ক এক অ্যাপ ‘গুগল ম্যাপ’। কোনো স্থানে না গিয়েও ওই স্থানের পথের ঠিকানা আমরা জানতে পারি গুগল ম্যাপের কল্যাণে। কিন্তু পথের চলমান ঘটনা সম্পর্কে জানার কোনো সুযোগ এতদিন গুগল ম্যাপে ছিল না। তবে এখন থেকে ব্যবহারকারীদের সহায়তা নিয়েই বিভিন্ন সড়কের চলমান ঘটনা জানানোর সুযোগ নিয়ে এসেছে অ্যাপটি। যার মাধ্যমে হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে যেকোনো সড়কের চলমান ঘটনা জানানো যাবে গুগল ম্যাপে। গুগলের জনপ্রিয় অপর নেভিগেশন অ্যাপ ওয়েইজের বিভিন্ন ফিচারের মতই এ ফিচারটি সংযুক্ত করা হয়েছে গুগল ম্যাপে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা রাস্তার বিভিন্ন সমস্যা, দুর্ঘটনা, যানজট সম্পর্কে অ্যাপে জানাতে পারবেন। যা দেখে ওই সড়ক ব্যবহারে সর্তক হতে পারবেন অন্যরা। গুগল জানায়, ব্যবহারকারীরা নতুন ফিচারের আওতায় রাস্তার বিভিন্ন বাধা তথা নির্মাণ কাজ, রাস্তায় পড়ে থাকা অচল গাড়ি, চলাচলে বাধা তৈরি করা বস্তু অথবা কোনো রাস্তা বন্ধ থাকার বিষয় জানাতে পারবেন। এর আগে বছরের শুরুতে বিভিন্ন সড়কের নির্ধারিত গতিসীমা ও অন্যান্য বিপদ সংকেত সম্পর্কে জানানোর সুযোগ নিয়ে নতুন ফিচার আনে গুগল ম্যাপ।