News71.com
 Technology
 21 Oct 19, 06:23 PM
 845           
 0
 21 Oct 19, 06:23 PM

ট্রিপল ক্যামেরা এবং শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo U3

ট্রিপল ক্যামেরা এবং শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo U3

প্রযুক্তি ডেস্কঃ ট্রিপল ক্যামেরা, শক্তিশালী চিপসেট সহ লঞ্চ হল Vivo U3 । আপাতত শুধুমাত্র চিনে এই ফোন লঞ্চ হয়েছে।Vivo U3 ফোনে থাকছে বিশেষ গেমিং মোড আর কোম্পানির নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট।

Vivo U3 স্পেসিফিকেশনঃ
Vivo U3 ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Funtouch OS 9 স্কিন চলবে। এই ফোনে থাকবে একটি 6.53 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ নচ। Vivo U3 ফোনের ভিতরে থাকবে Snapdragon 675 চিপসেট। সাথে থাকবে 6GB পর্যন্ত RAM আর 64GB পর্যন্ত স্টোরেজ। Vivo U3 ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করেছে Vivo। সাথে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা Vivo U3 ফোনের ভিতরে একটি 5,000 mAh ব্যাটারি থাকবে। সাথে থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনে Android 9 Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে FuntouchOS 9.1 স্কিন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন