News71.com
 Technology
 22 Oct 19, 11:16 AM
 766           
 0
 22 Oct 19, 11:16 AM

এবার মঙ্গল গ্রহে মিলল তরল পানির সন্ধান ।।

এবার মঙ্গল গ্রহে মিলল তরল পানির সন্ধান ।।

প্রযুক্তি ডেস্কঃ অবশেষে মঙ্গল গ্রহে তরল পানির সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। অন্তত ২০ কিলোমিটার জুড়ে রয়েছে সেই জলাধার। লালগ্রহের ভূপৃষ্ঠে আইস ক্যাপের তলায় সেই জলস্তর রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে পানির সন্ধান পাওয়া গেলেও, এই প্রথম এতটা জলাধারের চিহ্ন পেলেন গবেষকেরা। এর আগে নাসার কিউরিওসিটিতে ধরা পড়েছিল পানির চিহ্ন। তবে বিজ্ঞানীরা দেখেছিলেন, এই গ্রহের আবহাওয়া অস্বাভাবিক ঠাণ্ডা হওয়ায় সবটাই জমে বরফ হয়ে গিয়েছে। এবার পানির সন্ধান পেয়েছেন ইতালিয়ান ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্স। প্রফেসর রবার্তো ওরোসেই-এর গবেষণায় উঠে এসেছে সেই তথ্য। অন্তত এক মিটার নীচে সেই পানি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এক রাডার ইনস্ট্রুমেন্টে ধরা পড়েছে সেই পানির ছবি। একটি সিগন্যাল পাঠিয়ে পরীক্ষা চালানো হয়েছিল। একটি পোলার লেয়ারের নীচে অস্বাভাবিক কিছু দেখতে পান বিজ্ঞানীরা। একটি হালকা নীল রঙের কিছু দেখা গিয়েছে। সেটাই পানি বলে অনুমান। তবে প্রাণের কোনো নমুনা এখনও পাওয়া যায়নি। সূত্র: কলকাতা২৪

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন