News71.com
 Technology
 01 Nov 19, 12:48 PM
 822           
 0
 01 Nov 19, 12:48 PM

চাঁদে পানির সন্ধানে বিশেষ রোবট পাঠাবে নাসা॥  

চাঁদে পানির সন্ধানে বিশেষ রোবট পাঠাবে নাসা॥   

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ চাঁদে পানির সন্ধানে বিশেষ রোবট পাঠাতে চলেছে নাসা। ২০২২ সালে চন্দ্রাভিযানের এমনই পরিকল্পনা নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি। প্রসঙ্গত, ২০২৪ সালে ফের নভোচরদের চাঁদের মাটিতে পাঠানোর কথা নাসা'র। তবে তার দু'বছর আগেই চন্দ্রপৃষ্ঠের তলা থেকে পানিখুঁজতে রোবট পাঠানোর কথা ঘোষণা করা হল। নাসা'র তরফ থেকে জানানো হয়েছে, ২০২২ সালে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করার কথা এই ভাইপার (Viper) রোবটের। হাইড্রোজেন ও অক্সিজেনের অস্তিত্ব খুঁজে পেতে এবং চন্দ্রপৃষ্ঠের মাটির নমুনা সংগ্রহের জন্য ৪টি যন্ত্রও নিয়ে যাবে ভাইপার ।

প্রসঙ্গত, এই হাইড্রোজেন ও অক্সিজেন- দু'টি মৌলই জলের উপকরণ এবং 'লুনার লঞ্চ ভেহিকেল'-এর জন্যও এই দু'টি ব্যবহার করেই জ্বালানি তৈরি সম্ভব। অর্থাৎ, ২০২২ সালের চন্দ্রাভিযান সফল হলে পরবর্তীতে চাঁদকে উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে মঙ্গল অভিযানের চেষ্টা করবে নাসা। আরও জানা যাচ্ছে, চন্দ্রপৃষ্ঠে মূলত 'বরফকণা'র খোঁজ করবে এই ভাইপার। মার্কিন বিজ্ঞানীদের মতে, 'জীবনের অস্তিত্বের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এটি।' এছাড়াও ২০২৪ সালে মার্কিন নভোচরদের যাতে অসুবিধা না হয়, তাই আগাম পানির খোঁজ শুরু করছে নাসা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন