News71.com
 Technology
 03 Jun 16, 10:55 AM
 1024           
 0
 03 Jun 16, 10:55 AM

ফসলের ক্ষতিকর পোকা দমনে আসছে ড্রোন পোকা....

ফসলের ক্ষতিকর পোকা দমনে আসছে ড্রোন পোকা....

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র তৈরির চেষ্টা করছেন, যেটি দেখতে হবে অনেকটা লেডিবার্ড পোকার মতো। তবে এটি অন্য লেডিবার্ডগুলো তাড়াবে আর ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় মেরে ফেলবে। এর ফলে কোন রাসায়নিক বা কীটনাশক ব্যবহার ছাড়াই ক্ষেতে ফসল ফলানো যাবে।

ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্কের গবেষক সোরেন ওয়াটার বোর্গ বলেছেন, এখন আমাদের এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যাতে এটি উড়ে গিয়ে পোকামাকড় খুঁজে বের করতে পারে। ডেনমার্ক সরকার ১৩ লাখ ডলারের এই প্রকল্পে সহায়তা করছেন। প্রাথমিক পর্যায়ে স্ট্রবেরি চাষ, অর্কিড আর ক্রিসমাস ট্রির বাগানে প্রযুক্তিটি ব্যবহার করা হবে। সফলতা পেলে এই প্রযুক্তিতে আরো বড় আকারে চালু করা হতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন