News71.com
 Technology
 30 Dec 19, 11:39 AM
 834           
 0
 30 Dec 19, 11:39 AM

মেসেঞ্জারে নতুন বছরের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান!

মেসেঞ্জারে নতুন বছরের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান!

প্রযুক্তি ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে জেনে কিংবা না বুঝে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য মেসেঞ্জারে একটি স্প্যাম্প লিংকটি ফরোয়ার্ড করা হচ্ছে। যার ফলে মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিচ্ছে একদল চক্র। এ প্রসঙ্গে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান বলেন, একদল চক্র মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুক মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে। তিনি আরও বলেন, এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন