প্রযুক্তি ডেস্কঃ হার্টবিট মনিটরিং সংক্রান্ত এক উদ্ভাবনের প্যাটেন্ট নকলের অভিযোগে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলের বিরুদ্ধে মামলা করেছেন এক চিকিৎসক। ক্ষতিপূরণ দাবি করে সম্প্রতি ওই মামলা করেন নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজিস্ট ডা. জোসেফ উইসেল। ব্রুকলিনের ফেডারেল কোর্টে করা ওই মামলায় তিনি অভিযোগ করেন, অনিয়মিত হার্টবিট ধরার জন্য অ্যাপল ওয়াচে তার প্রযুক্তি ব্যবহার করেছে, যা প্যাটেন্ট আইনের লঙ্ঘন। অ্যাপলের ঘড়িতে এমন এক প্রযুক্তি আছে যা দিয়ে ঘড়ি পরিহিত ব্যক্তির হার্টরেট জানা যায় এবং এটা অনিয়ন্ত্রিত হলে নোটিফিকেশন দেয়। জোসেফের অভিযোগ, ২০১৭ সালের সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তবে অ্যাপল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি। অ্যাপল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে তারা কিছুই বলেনি।