প্রযুক্তি ডেস্কঃ গাড়ি নির্মাণ সম্পর্কিত কোনো তথ্য এর আগে প্রকাশ না করলেও, এবার সবাইকে চমকে দিয়ে বাজারে চারচাকা গাড়ি আনতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি। উন্নত মানের মিউজিক সিস্টেম, স্মার্টফোন ও টিভিসহ প্রযুক্তি পণ্য তৈরির পাশাপাশি সনি এবার মন দিয়েছে গাড়ি শিল্পে। বিভিন্ন অত্যাধুনিক ফিচার ছাড়াও বিশেষ এন্টারটেইনমেন্ট প্রযুক্তিও থাকছে এই গাড়িতে। এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘দ্য ভিশন এস’ নামে সনির এই গাড়ির মধ্যে থাকছে ৩৩টি সেন্সর। এছাড়া গাড়ির ড্যাশবোর্ডে থাকবে বেশকিছু ওয়াইড স্ক্রিন ডিসপ্লে, যা এন্টারটেইনমেন্টের ক্ষেত্রেও ব্যবহারযোগ্য। গাড়ির ভেতর আরও থাকছে ৩৬০ ডিগ্রি অডিও ফিচার। গাড়ির সমস্ত সেন্সর ও ফিচারের জন্য একসাথে কাজ করছে সনি বোস, কোয়ালকম, ব্ল্যাকবেরি, মেগনা, কন্টিনেন্টাল এবং এনভিদিয়া। এছাড়া গাড়ির ফিচার আরও উন্নত করতে ‘লিডার ভিসন টেকনোলজি’ এবং ‘সেলফ ড্রাইভ কার সেফটি’ নিয়েও কাজ করছে সনি। সম্প্রতি এই গাড়ির প্রোটোটাইপ ভার্সনের একটি ভিডিও নিজেদের ইউটিউব পেজে শেয়ার করেছে সনি।