প্রযুক্তি ডেস্কঃ গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকে বন্ধ হচ্ছে হোয়াটস অ্যাপ অ্যাপটি। তবে এটি শুধুমাত্র যেসব অ্যান্ড্রয়েড এবং আইফোন ডিভাইস পুরনো অপারেটিং সিস্টেম চালু আছে সেগুলোতেই বন্ধ হবে।ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটি আর কাজ করবে না পুরোনো সিস্টেমে । শুধু সেসব অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ এই সেবা বন্ধ করছে যেগুলো নতুন কোন ডিভাইসে আর আপডেট বা ইনস্টল করা হয় না।যেসব স্মার্টফোনে অ্যানড্রয়েড ২.৩.৭ ভার্সন বা তার চেয়ে পুরনো এবং আইফোনে আইওএস ৮ বা তার চেয়ে পুরনো অপারেটিং সিস্টেম রয়েছে সেই সব ফোনগুলোতে এই অ্যাপটি আর কাজ করবে না।বেশিরভাগ ব্যবহারকারীরা শুধু তাদের অপারেটিং সিস্টেম আপডেট করেই এই বার্তা পাঠানোর অ্যাপটি আবার ব্যবহার করতে পারবেন।কিছু কিছু ডিভাইস যেমন আইফোন ফোরএস যা শুধু আইওএস ৭-কেই সাপোর্ট করে সেটি আর এই অ্যাপটি চালাতে পারবে না।সিসিএস ইনসাইট এর বিশ্লেষক বেন উড বলেন, ‘নিজেদের সেবা সুরক্ষিত করা ছাড়া হোয়াটস অ্যাপের আর সুস্পষ্ট কোন বিকল্প ছিল না। যাই হোক এটার পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে এই অ্যাপটি পুরনো স্মার্ট ফোনগুলোতে আর কাজ করবে না।’