News71.com
 Technology
 02 Feb 20, 11:01 AM
 854           
 0
 02 Feb 20, 11:01 AM

ফেসবুকে বেশকিছু পরিবর্তন আসছে॥ মার্ক জাকারবার্গ

ফেসবুকে বেশকিছু পরিবর্তন আসছে॥ মার্ক জাকারবার্গ

প্রযুক্তি ডেস্কঃ ফেসবুকে কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ। শুক্রবার (৩১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ইউটাহ রাজ্যে অনুষ্ঠিত সিলিকন স্লোপস টেক সামিটে তিনি বলেন, নতুন কৌশলে আগাবে ফেসবুক। এতে অনেক মানুষ খুব বিরক্ত হবে। সত্যি বলতে, এখনো অনেকে ফেসবুকের কিছু নিয়মের উপর বিরক্ত। তাই ভিন্ন কিছু চেষ্টা করা যেতেই পারে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে তিনি বলেন, বিভিন্ন ধরণের কনটেন্ট সেন্সর করতে আমাদেরকে বার বার ডাকা হচ্ছে। ব্যাপারটা নিয়ে আমি বিব্রত হই। ক্ষতিকর কনটেন্ট আমরা অবশ্যই সরাবো। কিন্তু এর একটি সীমা নির্ধারণ করা উচিত। নিজের সম্পর্কে কোন ব্যাপারটি মানুষকে জানাতে চান এমন প্রশ্নের জবাবে জাকারবার্গ বলেন, শুধু বিজ্ঞাপন দেখিয়ে টাকা কামানোর জন্য ফেসবুক তৈরি করিনি। বিজ্ঞাপন মডেলের মাধ্যমে সবাইকে ফ্রিতে সেবা দেওয়া যাবে এটাই আমি চিন্তা করতাম। সম্মেলনে নিজের ব্যক্তিগত বিষয় নিয়েও তিনি কথা বলেন। গত কয়েক বছরে ২ মেয়ের বাবা হওয়ার পর তিনি বিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি বলেন, নিজের চেয়েও বড় কোনো শক্তি আছে এটা বিশ্বাস করা জরুরি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন