News71.com
 Technology
 14 Feb 20, 08:01 PM
 890           
 0
 14 Feb 20, 08:01 PM

বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে॥

বিশ্বে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে॥

প্রযুক্তি ডেস্কঃ হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী ২০০ কোটি পার হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ফেসবুকের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা উইল ক্যাথকার্ট। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির একটি ব্লগপোস্টেও প্রকাশ করা হয়েছে। ক্যাথকার্ট বলেন, ফেসবুকের ওপর নির্ভরশীল থেকেই হোয়াটসঅ্যাপ তাদের কার্যক্রম চালিয়ে যাবে এবং এনক্রিপটেড মেসেজিং সেবা দিতে কাজ করবে। ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে কেনার সময় ফেসবুক কর্তৃপক্ষ যে প্রতিশ্রুতি দিয়েছিল, এটা তারই প্রতিফলন। ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, ফেসবুক পৃথক কোম্পানি হিসেবে কাজ চালিয়ে যাবে এবং প্রাইভেসি ও নিরাপত্তা বিষয়ে দেওয়া প্রতিশ্রুতিকে সম্মান দেখাবে। প্রসঙ্গত, জ্যান কউম ও ব্রায়ান অ্যাক্টন ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপকে ফেসবুকের কাছে বিক্রি করেন তারা। এরপর ২০১৮ সালে কউম হোয়াটসঅ্যাপ ছেড়ে দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন