News71.com
 Technology
 24 Feb 20, 06:13 PM
 899           
 0
 24 Feb 20, 06:13 PM

করোনার কূ-প্রভাব॥ আইফোনের উৎপাদন-বিক্রি বন্ধ

করোনার কূ-প্রভাব॥ আইফোনের উৎপাদন-বিক্রি বন্ধ

প্রযুক্ত ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে চীনে উৎপাদন ও বিক্রয় কেন্দ্র দুটিই বন্ধ করতে বাধ্য হয়েছে আইফোন। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সব চেয়ে প্রভাবশালী ব্যবসায়ে ধস নামতে শুরু করেছে। বিশ্বজুড়ে ক্ষতিরমুখে পড়েছে কোম্পানিটি। গত বছর শুধু চীনের বাজার থেকে প্রায় সাড় ৪ হাজার কোটি ডলার আয় করেছিল আইফোন। কিন্তু এ বছর করোনা ভাইরাসের প্রভাবে শুধু উৎপাদন কেন্দ্রই নয়, বন্ধ করতে হয়েছে বিক্রয় কেন্দ্রও। যার জন্য এখানে পুরো বাণিজ্য বন্ধ রয়েছে। তাই এটি এখন আর শুধু লাভ-ক্ষতির হিসেবের মধ্যই সীমাবন্ধ থাকছে না। প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে টিকে থাকার বিষয়টিও আলোচনায় আসছে। তবে আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম অন্য কোম্পানিগুলোও করোনার প্রভাব মুক্ত নয়। এরআগে দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে দায়েগু শহরের এক চার্চ থেকে। সে শহরটির খুবই কাছে গুমি। বিশ্বের সব স্যামসাং ফোন তৈরির ছোট অংশ ওই গুমি অঞ্চল। স্যামসাং ভিয়েতনাম এবং ভারতে বেশিরভাগ পণ্য উৎপাদন করে। কারখানার এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির মোবাইল কারখানা বন্ধ করে দেয়া হয়। এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, দেশটিতে শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত বেড়ে ৪৩৩ জন হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন