News71.com
 Technology
 13 Mar 20, 07:54 PM
 867           
 0
 13 Mar 20, 07:54 PM

শীঘ্রই বাজারে আসছে গ্যালাক্সি এম২১।।

শীঘ্রই বাজারে আসছে গ্যালাক্সি এম২১।।

প্রযুক্তি ডেস্কঃ সামনের সপ্তাহেই বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এম২১ (Samsung Galaxy M21)। আগামী ১৬ মার্চই বিক্রি শুরু হবে স্যামসাং গ্যালাক্সি এম সিরিজের নতুন এই ফোন। স্যামসাং এম সিরিজের সবকটি ফোনের থেকে সবচেয়ে বড় ব্যাটারি ব্যাকআপ থাকছে এই ফোনে। ফোনটির ডিসপ্লে ডিজাইনেও থাকছে চমক।শোনা যাচ্ছে, বাজারে চলতি অন্য ফোনগুলির মতো এই ফোনেও থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। Samsung-এর অন্য ফোনগুলির মতো এই ফোনেও থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। পিছনের তিনটি ক্যামেরার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। অন্য দুই ক্যামেরা সম্পর্কে সঠিক তথ্য না থাকলেও একটি আল্ট্রা ওয়াইড, অন্যটি ম্যাক্রো লেন্স রয়েছে বলে মনে করা হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এম২১ এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

১. স্যামসাং গ্যালাক্সি এম২১ এ থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে।

২. সেলফি তোলার জন্য থাকছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা।


৩. এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ওয়ান ইউআই ২.০ স্কিন চলবে।

৪. ফোনের ভিতরে থাকবে ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

৫. এই ফোনের ভিতরে রয়েছে অক্সিনোস ৯৬১১ (Exynos 9611) চিপসেট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন