News71.com
 Technology
 08 Jun 16, 03:07 PM
 946           
 0
 08 Jun 16, 03:07 PM

বাজারে আসছে স্যামসাং এর নতুন চমক...

বাজারে আসছে স্যামসাং এর নতুন চমক...

বিজ্ঞান ও প্রযুক্তি : ফোনে নতুনত্ব আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে স্যামসাং। আগামী বছরের শুরুর দিকে মোবাইল ফোনের বাজারে আরও চমক নিয়ে হাজির হবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি । এক প্রতিবেদনে জানানো হয়, নমনীয় বা ভাঁজ করা যায়—এমন ডিসপ্লেযুক্ত দুটি মডেলের স্মার্টফোন উন্মুক্ত করতে পারে স্যামসাং।

প্রতিবেদনে আরো জানানো হয়, একটি মডেলের ডিসপ্লে অর্ধেক ভাঁজ করা যাবে, আরেকটি মডেল দুমড়িয়ে রাখা যাবে। এই দুটি ডিসপ্লে তৈরি করা হবে অর্গানিক লাইট-এমিটিং ডায়োড দিয়ে। এলইডি ডিসপ্লের জন্য কোনো ব্যাকলিট দরকার হয় না বলে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের তুলনায় এটিকে বাঁকা করা সহজ।

বিভিন্ন প্রযুক্তি শো উপলক্ষে এ ধরনের বাঁকানো ডিসপ্লে প্রদর্শন করেছে স্যামসাং ও এলজি। তবে বাণিজ্যিকভাবে এ ধরনের পণ্য এখনো আলোর মুখ দেখেনি। অবশ্য স্যামসাংয়ের গ্যালাক্সি এজ স্মার্টফোন সিরিজে কারিগরিভাবে নমনীয় ডিসপ্লে ব্যবহার করে দেখানো হয়েছে। এই ফোনের দুই দিকে কিছুটা বাঁকানো। তবে এ ফোনকে ইচ্ছামতো কোনো আকার দিতে পারেন না ব্যবহারকারীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন