প্রযুক্তি ডেস্ক: ম্যালওয়্যার (কম্পিউটারের নানা ধরনের ভাইরাস, বিপজ্জনক সফটওয়্যার ইত্যাদি) ঝুঁকিতে থাকা এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। মাইক্রোসফট এশিয়ার গতকাল প্রকাশিত ‘ম্যালওয়্যার ইনফেকশন ইনডেক্স-২০১৬’ তে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ম্যালওয়্যার আক্রমণের হারের ওপর নির্ভর করে এ সূচক প্রস্তুত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান।
মাইক্রোসফট এশিয়া জানায়, এশিয়ার বাজারে ম্যালওয়্যার সফটওয়্যারগুলোর মধ্যে গামারুর দৌরাত্ম্য সবচেয়ে বেশি। এর পরেই রয়েছে ট্রোজানস স্কিয়াহ ও পিলস। এগুলোর মাধ্যমে খুব সহজেই অরক্ষিত কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে হ্যাকার। এ ছাড়া এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের পরে রয়েছে যথাক্রমে নেপাল, ভিয়েতনাম, ফিলিপাইন, কম্বোডিয়া, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, চীন ও হংকং।