News71.com
 Technology
 09 Jun 16, 12:57 AM
 995           
 0
 09 Jun 16, 12:57 AM

জোড়া চমক দিবে ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধার হোয়্যাটসঅ্যাপ.....

জোড়া চমক দিবে ইনস্ট্যান্ট মেসেজিং সুবিধার হোয়্যাটসঅ্যাপ.....

প্রযুক্তি ডেস্ক: আরও আকর্ষণীয় হতে চলেছে হোয়্যাটসঅ্যাপ। জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ এবার ব্যবহারকারীদের জন্য আনতে চলেছে জি আই এফ স্টিকার। এর আগে ‘ভাইবার’ এবং ‘ফেসবুক মেসেঞ্জার’-এর মতো জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপগুলো জি আই এফ স্টিকার-এর ব্যবহার শুরু করেছিল। এবার সেই পথে হাঁটছে হোয়্যাটসঅ্যাপও।

শুধু তাই নয়, স্কাইপ এবং ইয়াহু মেসেঞ্জারের মতো জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপকে টক্কর দিতে ভিডিও কলেরও ব্যবস্থা করতে পারে হোয়্যাটসঅ্যাপ কর্তৃপক্ষ। শুধু অ্যান্ড্রয়েড এবং আই ফোনের মতো স্মার্টফোন থেকেই নয়, হোয়্যাটসঅ্যাপের নতুন ফিচারগুলি ব্যবহার করা যাবে ল্যাপটপ বা ডেস্কটপ থেকেও।

হোয়্যাটসঅ্যাপে থাকবে কি-বোর্ড শর্টকাটের সুবিধাও। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ব্যবহার করার জন্য সফটওয়্যার ডাউনলোড করা যাবে হোয়্যাটসঅ্যাপের অফিশিয়াল ওয়েবসাইট থেকে।

এতদিন হোয়্যাটসঅ্যাপে ভয়েস নোট চালানোর পরে অন্য উইন্ডো খুললে বন্ধ হয়ে যেত। এবার আর সেই সমস্যা থাকছে না। নতুন উইন্ডো খুলেও শোনা যাবে আগের উইন্ডোর ভয়েস নোট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন