প্রযুক্তি ডেস্কঃ পোকো সিরিজের ফোন এফ-১ (Poco F1) যাত্রা শুরু করেছিল ২০১৮ সালে। বাজারে বেশ সাড়াও ফেলে। তখন থেকেই অপেক্ষা কখন আসবে পোকো এফ-২ (Poco F2)। এফ-২ বাজারে না এলেও চলতি বছর দেখা মিলেছিল পোকো এক্স-২ ফোনের। এতে দেওয়া হয়েছিল মধ্যমানের চিপসেট। তবে অপেক্ষা শেষ করে অবশেষে আসছে পোকো এফ-২। চীনের প্রতিষ্ঠানটি সম্প্রতি টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। এতে এফ-২ এবং এফ-২ প্রো বাজারে ছাড়ার ইঙ্গিত দিয়েছে। শব্দটি ইঙ্গিত করেই বলতে হচ্ছে কারণ কোন মডেলের ফোন আনছে তা স্পষ্ট করে বলেনি। শুধু জানিয়েছে, ১২ মে তারা নতুন ফোন বাজারে আনছে। বিশ্বের বাজারে একই সঙ্গে আসবে এই ফোন। তবে সেই ভিডিওতে কিছু স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে। গ্রাহকদের মন্তব্যের সেই স্ক্রিনশটগুলোতে পোকো এফ-১ ও এফ-২ সম্পর্কে প্রশ্ন রয়েছে। তা ছাড়া পোকো জানাচ্ছে, ১২ মে তারা বাজারে পোকো এফ-১ এর উত্তরসূরি নিয়ে আসছে।