প্রযুক্তি ডেস্কঃ থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে প্রতিনিয়ত অনেক কিছু তৈরি হচ্ছে। আর এর ধারাবাহিকতা বজায় রাখতে এবার বাস্তব হল ‘থ্রি-ডি প্রিন্টেড’ প্লেন। বিশেষ এই প্লেনটির নাম দেওয়া হয়েছে ‘থর’। প্লেনটি লম্বায় প্রায় ১৩ ফুট আর এর ওজন ২১ কিলোগ্রাম। কিন্তু প্লেনের কোন জানালা নেই৷
বার্লিনে আন্তর্জাতিক এরোস্পেস প্রদর্শনীতে সকলকেই তাক লাগিয়ে দিয়েছে এই বিশেষ মডেলের প্লেনটি। এভিয়েশন ভবিষ্যতে কোন দিকে যেতে পারে তারই একটি নমুনা তৈরী করা হয়েছে এই থ্রি-ডি প্রিন্টেড প্লেনে।
থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তিকে কতখানি জনমুখী করে তোলা যায় তারই পরীক্ষা করতে এই মডেল প্লেনটি তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন ‘থর’ তৈরির দায়িত্বরত প্রতিষ্ঠান। প্রধান বিজ্ঞানী গুন্নার হাসি জানিয়েছেন, এই প্রযুক্তি সফল হলে এভিয়েশনের ছবিটাই ভবিষ্যতে বদলে যাবে। প্লেনটি উড়ানোর আয়োজন তিনিই করেছিলেন এবং এ কাজের সাফল্যে তিনি সন্তুষ্ট। থরের ভবিষ্যৎ রূপ কী হবে তা জানা বেশ খানিকটা সময়ের অপেক্ষা। তবে প্রদর্শনীতে আকর্ষণের কেন্দ্রই ছিল ‘থর’।