নিউজ ডেস্ক: ট্যুইটারের সহ-প্রতিষ্ঠাতা ইভান উইলিয়ামসের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার দিনেই বড় আশঙ্কার কথা জানাল একটি ওয়েবসাইট। তাদের দাবি, হ্যাকাররা প্রায় ৩ কোটি ৩০ লাখ ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে।
ওই ওয়েবসাইটের একটি ব্লগে লেখা হয়েছে, গত সপ্তাহে এক ট্যুইটার ব্যবহারকারী রাশিয়ার সোশ্যাল নেটওয়ার্ক সাইট হ্যাক করেছিলেন। তিনিই এবার ট্যুইটার ব্যবহারকারীদের ই-মেল ঠিকানা, ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড প্রকাশ করেছেন। সরাসরি ট্যুইটার থেকে এই তথ্য জোগাড় করেনি হ্যাকাররা। ফায়ারফক্স বা গুগল ক্রোমের মতো সার্চ ইঞ্জিন থেকে সংগ্রহ করা হয়েছে এই তথ্য।
ট্যুইটারের অবশ্য দাবি, তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক নেই। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড নিরাপদ রাখার চেষ্টা করা হচ্ছে। যে তথ্য ফাঁস হয়েছে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। যে গোষ্ঠী ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের অ্যাকাউন্ট হ্যাক করেছিল তারাই উইলিয়ামসের অ্যাকাউন্ট হ্যাক করার দায় স্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছে বলে জানা গেছে।