News71.com
 Technology
 19 May 20, 10:47 PM
 846           
 0
 19 May 20, 10:47 PM

২০২০ সালে বিক্রির শীর্ষে স্যামসং ‘গ্যালাক্সি এ৫১’ স্মার্টফোন॥

২০২০ সালে বিক্রির শীর্ষে স্যামসং ‘গ্যালাক্সি এ৫১’ স্মার্টফোন॥

প্রযুক্তি ডেস্কঃ ২০২০ সালের প্রথম প্রান্তিকে সর্বাধিক বিক্রিত স্মার্টফোনের তালিকায় জায়গা করে নিয়েছে স্যামসাং। সর্বাধিক বিক্রিত ছয়টি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে চারটিই স্যামসাংয়ের। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আর, ২০২০ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বিক্রির দিক দিয়ে এক নম্বরে রয়েছে গ্যালাক্সি এ৫১। স্যামসাং গ্যালাক্সি এ৫১ ডিভাইসটি ৬০ লাখ ইউনিট রপ্তানির মাধ্যমে শীর্ষস্থান দখল করেছে, যা প্রথম প্রান্তিকে বৈশ্বিকভাবে অ্যান্ড্রয়েড ফোন বিক্রির ২.৩ শতাংশ।

এ নিয়ে বৈশ্বিক গণমাধ্যমে স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের সহযোগী পরিচালক জুহা উইন্টার বলেন, ‘মোবাইল অপারেটরা তাদের সাবসিডিয়ারির পরিমাণ কমিয়ে দিয়েছে এবং অনেক দেশই করোনা পরবর্তী অর্থনৈতিক মন্দা নিয়ে চিন্তিত। এমন অবস্থায় বিশ্বজুড়ে ক্রেতাদের মধ্যে স্মার্টফোনের মূল্যের বিষয়টি স্বাভাবিকভাবেই সামনে চলে আসছে এবং তারা তাদের বাজেটের মধ্যে সেরা অ্যান্ড্রয়েড ফোন কেনার চেষ্টা করবে।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন