প্রযুক্তি ডেস্কঃ মোবাইল ফোন সেট হারিয়ে গেলে দুশ্চিন্তার শেষ থাকে না। এখানে-ওখানে খুঁজতে থাকেন হারানো ফোনটি। কিন্তু কোথায় খুঁজলে উদ্ধার করা যাবে হারানো ফোনে থাকা গুরুত্বপূর্ণ সব তথ্য বা ফোনটির অবস্থান?
এ সমস্যার সমাধান দিতে এগিয়ে এসেছে গুগল। গুগল সম্প্রতি একটি মজার টুল উন্মুক্ত করে, যা হারানো ফোন সেট খুঁজে দিতে পারে। এ ফিচার ব্যবহার করতে ব্যবহারকারীকে গুগলে গিয়ে শুধু i loss my phoneকথাটি টাইপ করতে হবে। সার্চ পেজটিতে একটি বিশেষ পেজ দেখাবে গুগল, যাতে গুগলের সঙ্গে সিনক্রোনাইজ থাকা ফোনের তথ্য দেখাবে। ব্যবহারকারীকে তার হারানো ফোনটির ওপর ক্লিক করতে হবে।
হারানো ফোনটির অবস্থান জানার পাশাপাশি দূর থেকে হারানো ফোনটির স্ক্রিন লক করে দেওয়ার সুবিধা থাকছে। এ ফিচার শুধু অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য প্রযোজ্য।