News71.com
 Technology
 11 Jun 16, 07:32 PM
 878           
 0
 11 Jun 16, 07:32 PM

এবার আপনাকে ঘুম পাড়িয়ে দিবে স্মার্টফোন ।। কানাডার বিশ্ববিদ্যালয়ের এক গবেষক তৈরি করলেন এমন একটি বিশেষ অ্যাপস

এবার আপনাকে ঘুম পাড়িয়ে দিবে স্মার্টফোন ।। কানাডার বিশ্ববিদ্যালয়ের এক গবেষক তৈরি করলেন এমন একটি বিশেষ অ্যাপস

প্রযুক্তি ডেস্ক: সারাদিনের পরিশ্রমের পর যখন রাতে বিছানায় যান তখন যদি ঘুম না আসে তবে এর চাইতে বিরক্তিকর কিছু হতে পারে না। সারারাত বিছানার এপাশ-ওপাশ করে কাটানো। যার প্রভাব পড়ে সংসার থেকে কর্মক্ষেত্রে। তবে এবার সেই সমস্যার হয়তো সমাধান হতে চলল। শুধু আপনার প্রিয় স্মার্টফোনটিতে ডাউনলোড করে নিন একটি অ্যাপ। এই অ্যাপের কল্যাণেই আপনাকে আর বিনিদ্র রজনী কাটাতে হবে না।

ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ১৫৪ জন ছাত্রছাত্রীর উপর পরীক্ষামূলক ভাবে এই অ্যাপটি প্রয়োগ করা হয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই তা সফল। যদিও, মানব মস্তিকের কিছু কিছু বিষয়ের সঙ্গে এখনও যুঝে উঠতে পারেনি অ্যাপটি। আবিস্কর্তা লুক বিওডোইনের দাবি অল্প সময়ের মধ্যেই সেই সমস্যাও মিটিয়ে ফেলা হবে।

সম্প্রতি কানাডার সাইমন ফ্রাসার বিশ্ববিদ্যালের এক গবেষক এই অ্যাপটি তৈরি করেছেন। চলতি মাসের ১৪ তারিখ কলোরাডোতে SLEEP-2016 শীর্ষক একটি বৈঠকে অ্যাপটি আনুষ্ঠানিক ভাবে উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন