News71.com
 Technology
 12 Jun 16, 04:40 PM
 954           
 0
 12 Jun 16, 04:40 PM

লাল গ্রহ মঙ্গলে শীঘ্রই মানুষের পদচিহ্ন পড়বে

লাল গ্রহ মঙ্গলে শীঘ্রই মানুষের পদচিহ্ন পড়বে

নিউজ ডেস্ক: সেই কবে চাঁদের বুকে পা রেখেছিল মানুষ। তারপর পৃথিবীর বাইরের কোন গ্রহ-উপগ্রহে মানুষের পা পড়েনি। কিন্তু সেই অপেক্ষার সময় ফুরিয়ে আসছে। লাল গ্রহ মঙ্গলে আর মাত্র ৯ বছর পরই নাকি মানুষের পদচিহ্ন পড়বে!

মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ইতিমধ্যে লাল গ্রহটিতে রোবট পাঠিয়েছে। রোবটটি অনেক স্পষ্ট এবং বিস্তারিত কিছু ছবিও পাঠিয়েছে। গ্রহটিতে প্রাণ থাকার অনেক সম্ভাবনার কথাও বলছেন বিজ্ঞানীরা। বেসরকারি রকেট কোম্পানি ‘স্পেসেক্স’ এর প্রধান এলন মাস্ক বলেস, আজ থেকে আর ন’বছর পর মঙ্গলগ্রহে যাবে মানুষ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত কোড কনফারেন্সের এক সাক্ষাৎকারে তিনি এমনটাই দাবি করেন।

তিনি বলেন, আমরা ২০২৪ সালে মঙ্গলে মানুষ পাঠানোর মতো সক্ষমতা অর্জন করবো। আর লাল গ্রহটিতে মনুষ্যবাহী মহাকাশযান গিয়ে পৌঁছাবে ২০২৫ সালে। মাস্ক আরো বলেন, তারও মহাকাশে যাওয়ার শখ। চার থেকে পাঁচ বছরের মধ্যেই অন্তত একবার যাবেন। তবে পৃথিবীর কক্ষপথের বাইরে যাওয়ার কোনো পরিকল্পনা আপাতত নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন