News71.com
 Technology
 18 Jun 20, 06:51 PM
 844           
 0
 18 Jun 20, 06:51 PM

টিকটকসহ ৫২টি চীনা অ্যাপ ব্লক করবে ভারত॥

টিকটকসহ ৫২টি চীনা অ্যাপ ব্লক করবে ভারত॥

প্রযুক্তি ডেস্কঃ নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকারকে ৫২টি চীনা অ্যাপ ব্লক করার পরামর্শ দিয়েছে ভারতীয় গোয়েন্দা বিভাগ। পাশাপাশি সাধারণ মানুষ যাতে এই অ্যাপগুলো ব্যবহার করা থেকে বিরত থাকে, সে বিষয়ে পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে। গোয়েন্দা বিভাগ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই মোবাইল অ্যাপগুলি নিরাপদ নয়। এগুলোর মাধ্যমে ব্যাপক তথ্য দেশের বাইরে চালান হচ্ছে। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করা হয়েছে। যেসব অ্যাপ ব্লক করার পরামর্শ দেওয়া হয়েছে তার মধ্যে টিকটক, জুম, ইউসি ব্রাউজার, শেয়ারইট, ক্লিন মাস্টার উল্লেখযোগ্য। সরকারি কর্মকর্তারা গোয়েন্দা বিভাগের পরামর্শকে আমলে নিয়েছেন বলে জানা গেছে।কোনও অ্যাপের ব্যবহারে যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, সে ক্ষেত্রে বিভিন্ন সময়ে এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। তবে চীনের টিকটক পরিচালনকারী ইন্টারনেট সংস্থা বাইটড্যান্স এ সংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করেছে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন