News71.com
 Technology
 28 Jun 20, 10:52 AM
 742           
 0
 28 Jun 20, 10:52 AM

ফেসবুকে ‘হিংসাত্মক’ পোস্ট নিষিদ্ধের ঘোষণা॥

ফেসবুকে ‘হিংসাত্মক’ পোস্ট নিষিদ্ধের ঘোষণা॥

প্রযুক্তি ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক জানিয়েছে, বিজ্ঞাপনের যেসব পোস্টের মাধ্যমে কোনো জনগোষ্ঠীর মধ্যে ‘হিংসা’ ছড়ায় তা নিষিদ্ধ করা হবে।টুইটার সম্প্রতি বিতর্কিত পোস্টে ফ্যাক্ট-চেকিং লেবেল যোগ করায় ফেসবুক চাপে পড়ে যায়। কিন্তু প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নেয়া থেকে নিজেদের বিরত রাখে। শুক্রবার (২৬ জুন) তারা জানিয়েছে, হিংসা ছড়ানো পোস্টগুলো আর রাখা হবে না।ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ বলেছেন, যেসব পোস্টের সংবাদমূল্য আছে কিন্তু নীতিমালা-বিরোধী সেসব পোস্টে লেবেল যোগ করা হবে। ভুয়া পোস্টের প্রতি ফেইসবুকের অবস্থান নিয়ে সমালোচো নতুন কিছু নয়। সেটি বাড়তি মাত্রা পায় ট্রাম্পের কয়েকটি পোস্টে টুইটার ফ্যাক্ট চেকিং লেবেল যোগ করায়। ফেসবুক কেন এমনটি করবে না, সেটি নিয়ে আলোচনার ঝড় ওঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন