প্রযুক্তি ডেস্কঃ ইনস্টাগ্রামে টিকটকের মতো নতুন ফিচার ‘জববষং’ পরীক্ষামুলকভাবে চালু করা হয়েছে ভারতে।ফিচারটি সম্পর্কে ভারতের কিছু ব্যবহারকারী এরই মধ্যেই জানিয়েছেন, নতুন ফিচারটি এমন একসময় এসেছে যখন এ বিভাগের জনপ্রিয় অ্যাপ টিকটক ভারত সরকারের নির্দেশে নিষিদ্ধ করা হয়েছে।ভারত সরকার গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপস্টোর থেকে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। টিকটক তার মধ্যে একটি।ইনস্টাগ্রামের এ ফিচারটি ক্রিয়েটরদের কাছে এক বিশেষ প্ল্যাটফর্ম বলে জানিয়েছেন ফেসবুক ইন্ডিয়ার ভিপি এবং এমডি অজিত মোহন।