News71.com
 Technology
 09 Jul 20, 08:35 PM
 814           
 0
 09 Jul 20, 08:35 PM

টিকটকের মতোই ফিচার চালু ইনস্টাগ্রামে॥

টিকটকের মতোই ফিচার চালু ইনস্টাগ্রামে॥

প্রযুক্তি ডেস্কঃ ইনস্টাগ্রামে টিকটকের মতো নতুন ফিচার ‘জববষং’ পরীক্ষামুলকভাবে চালু করা হয়েছে ভারতে।ফিচারটি সম্পর্কে ভারতের কিছু ব্যবহারকারী এরই মধ্যেই জানিয়েছেন, নতুন ফিচারটি এমন একসময় এসেছে যখন এ বিভাগের জনপ্রিয় অ্যাপ টিকটক ভারত সরকারের নির্দেশে নিষিদ্ধ করা হয়েছে।ভারত সরকার গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপস্টোর থেকে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। টিকটক তার মধ্যে একটি।ইনস্টাগ্রামের এ ফিচারটি ক্রিয়েটরদের কাছে এক বিশেষ প্ল্যাটফর্ম বলে জানিয়েছেন ফেসবুক ইন্ডিয়ার ভিপি এবং এমডি অজিত মোহন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন