প্রযুক্তি ডেস্কঃ চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের উদ্যোগে আয়োজিত হলো ‘হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক আইসিটি ট্যালেন্ট ফোরাম-২০২০’। এশিয়া প্যাসিফিক অঞ্চলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে কাজের ক্ষেত্রে দক্ষতা বিষয়ক বর্তমান প্রবণতা এবং তরুণদের দক্ষতা বিকাশের কৌশল বিষয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। গতকাল বুধবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের পক্ষ থেকে এ আয়োজন সম্পর্কে জানানো হয়। ‘কানেকশন, গ্লোরি, ফিউচার’ এই প্রতিপাদ্যে অনলাইনে আয়োজিত ফোরামে দুই হাজারের বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। আগামী ৩০ নভেম্বর অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে এবারের আয়োজনের আনুষ্ঠানিকতা।বিভিন্ন খাতের বিশেষজ্ঞ এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অধ্যাপকেরা ফোরামে উপস্থিত হয়ে আইসিটি খাতে দক্ষ কর্মীদের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে আলোচনা করেন। এসময় তারা এশিয়া প্যাসিফিক অঞ্চলে দক্ষ কর্মীর স্বল্পতা বিষয়ক সমস্যা সমাধানে কার্যকরী পরিকল্পনা প্রস্তাব করেন।