প্রযুক্তি ডেস্কঃ ফেসবুক ব্যবহারে হঠাৎ করেই সমস্যায় পড়েছেন দেশের ব্যবহারকারীরা। রোববার (০৯ আগস্ট) সকাল থেকেই ব্যবহারকারীরা সামাজিকমাধ্যম ফেসবুক ব্যবহার করতে পারছিলেন না। ব্যবহার করতে গেলে লোডিংয়ে সমস্যা হচ্ছে।ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে নানা জটিলতায় পড়েন ব্যবহারকারীরা। অনেক সময় লগ-ইন করতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হয়।বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশেও এ সমস্যা হচ্ছে কি না তা জানা যায়নি। তবে নেটের আপস্ট্রিটের সমস্যার কারণে পুরো দেশেই নেটের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ তথ্যপ্রযুক্তিবিদ।