News71.com
 Technology
 09 Aug 20, 08:18 PM
 731           
 0
 09 Aug 20, 08:18 PM

দেশে ফেসবুক ব্যবহারে হঠাৎ সমস্যা॥

দেশে ফেসবুক ব্যবহারে হঠাৎ সমস্যা॥

প্রযুক্তি ডেস্কঃ ফেসবুক ব্যবহারে হঠাৎ করেই সমস্যায় পড়েছেন দেশের ব্যবহারকারীরা। রোববার (০৯ আগস্ট) সকাল থেকেই ব্যবহারকারীরা সামাজিকমাধ্যম ফেসবুক ব্যবহার করতে পারছিলেন না। ব্যবহার করতে গেলে লোডিংয়ে সমস্যা হচ্ছে।ফেসবুকে লগ-ইন করা, মেসেঞ্জারে কিছু পাঠানো, অ্যাটাচ করা, শেয়ার করা বা কমেন্ট করার ক্ষেত্রে নানা জটিলতায় পড়েন ব্যবহারকারীরা। অনেক সময় লগ-ইন করতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হয়।বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশেও এ সমস্যা হচ্ছে কি না তা জানা যায়নি। তবে নেটের আপস্ট্রিটের সমস্যার কারণে পুরো দেশেই নেটের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ তথ্যপ্রযুক্তিবিদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন