News71.com
 Technology
 12 Aug 20, 07:08 PM
 747           
 0
 12 Aug 20, 07:08 PM

টুইটার ফিচারে নতুন চমক॥

টুইটার ফিচারে নতুন চমক॥

প্রযুক্তি ডেস্কঃ সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে টুইটার বেশ জনপ্রিয় সবার কাছেই। বিশ্বের বড় বড় নামি-দামি ব্যক্তির বেশিভাগই টুইটার ব্যাবহার করে থাকেন এবং সেখানে তাদের গুরুত্বপূর্ণ মতামত টুইট করে থাকেন। সম্প্রতি টুইট করার ক্ষেত্রে নতুন একটি প্রাইভেসি ফিচার যুক্ত করছে টুইটার।টুইটার ব্যবহারকারী কোনও টুইট করলে সেখানে ঠিক কতজন মন্তব্য করতে পারবেন সেটা ব্যবহারকারী চাইলেই তা নির্ধারণ করে দিতে পারবেন।মঙ্গলবার (১১ আগস্ট) টুইটার এই নতুন ফিচারটি চালু করে। সেখানে বলে হয়েছে যে, টুইটে আলাপ-আলোচনার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং অনলাইন বুলিং, ট্রল ও বিড়ম্বনা কমিয়ে অবান্তর এবং অপ্রীতিকর মন্তব্য ঠেকানোর জন্য এই ফিচারটি চালু করা হয়েছে। টুইটার ব্যবহারকারী এই ফিচারটি ব্যাবহার করে তার একাউন্টিকে আরোও বেশি নিয়ন্ত্রণ করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন