প্রযুক্তি ডেস্ক: চলতি বছর বেশ কিছু স্মার্টফোন বাজারে এনেছে শাওমি। গ্রাহকদের মাঝে বেশ সাড়াও জাগিয়েছে ডিভাইসগুলো। শাওমির এ বছরের ফোনের তালিকায় এবার যোগ হচ্ছে আরেকটি নাম, 'রেডমি ৩এস'। নতুন এই ফোনটি পাওয়া যাবে মাত্র ১০৬ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে সাত হাজার টাকা।
২ গিগাবাইট র্যাম ও ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং ৩ গিগাবাইট ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের দুটি সংস্করণে পাওয়া যাবে ফোনটি। তবে ৩ গিগাবাইট ও ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের জন্য খরচ সামান্য বেশি পড়বে, ১৩৬ মার্কিন ডলার।
ডিভাইসটিতে রয়েছে ৫ ইঞ্চি ৭২০পি আইপিএস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৪৩০ অক্টাকোর প্রসেসর, অ্যাড্রিনো ৫০৫ জিপিইউ, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৪০০০ এমএএইচ ব্যাটারি।
ফোনটিতে আরও থাকবে ম্যাগনেশিয়াম অ্যালয় ইউনিবডি ফ্রেম, মানে দারুণ শক্ত এই ফোন ভাঙা প্রায় অসম্ভব। সঙ্গে থাকছে শাওমির লেটেস্ট ইউজার ইন্টারফেস এমআইইউআই ৭। গাঢ় ধূসর, সোনালি ও রূপালি রঙে মিলবে এই ফোন।
চীনে ১৬ জুন থেকে বিক্রি শুরু হবে রেডমি ৩এস-এর। অন্যান্য দেশের বাজারে কবে আসবে তা জানা যায়নি।