প্রযুক্তি ডেস্কঃ অ্যাপলের আইফোনের নতুন ভার্সনের অপেক্ষায় থাকেন আইফোন প্রেমীরা। দিনগুণতে থাকেন কখন বের হবে নতুন সিরিজের আইফোন। বের হলেই হুমড়ি খেয়ে পড়েন তারা। অনেকে তো ঝুঁকি এড়াতে নিজের পছন্দের আইফোন পেতে আগাম বায়না (প্রিবুক) করে থাকেন। গত বছরই অ্যাপল ঘোষণা দেয় নতুন আইফোন ১২ প্রো ম্যাক্সের। তবে করোনার হানায় যথাসময়ে বাজারে আসেনি আইফোন ১২ প্রো ম্যাক্স। সম্প্রতি আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলর তথ্য অনলাইনে ফাঁস হওয়ার খবর পাওয়া যাচ্ছে। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটে নতুন আইফোন নিয়ে নানা তথ্য দেওয়া হচ্ছে। নতুন আইফোন নিয়ে সম্প্রতি জন প্রসের নামে এক ইউটিউবার বেশ কিছু স্ক্রিনশট ফাঁস করেন। এতে আইফোন ১১ প্রো ম্যাক্সের সঙ্গে নতুন মডেলের আইফোনের তুলনা করা হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল সাধারণত নতুন আইফোন উদ্বোধনের অনুষ্ঠান সেপ্টেম্বর মাসে আয়োজন করে। তবে আইফোন ১২ সিরিজের অনুষ্ঠান এবারে করোনাভাইরাস পরিস্থিতির কারণে কিছুটা দেরিতে আয়োজন করতে পারে।সম্প্রতি টুইটারে একটি অ্যাকাউন্ট থেকে আইফোন ১২ প্রো ম্যাক্সের ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বলা হয়েছে, এবারের আইফোনে যে ব্যাটারি যুক্ত করা হচ্ছে তাতে দীর্ঘসময় চার্জ থাকবে। নতুন আইফোনের মডেলটি হবে ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের। আইফোন ১১ প্রো ম্যাক্সে ছিল ৫.৮ ইঞ্চি মাপের ডিসপ্লে। এছাড়া নতুন মডেলের আইফোনের ডিসপ্লে রেজুলেশন আগের সংস্করণের চেয়ে বেশি হবে।