প্রযুক্তি ডেস্কঃ গত প্রায় এক বছরে ১০ লক্ষাধিক কমিউনিটি গ্রুপ মুছে (ডাউন) দিয়েছে বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ফেসবুক কমিউনিটি নীতিমালা অনুসরণ না করে বিভিন্ন ধরনের পোস্ট প্রকাশ করায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে ফেসবুকের পক্ষে প্রতিষ্ঠানটির প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট টম এলিসন এ তথ্য জানান। ১০ লক্ষাধিক গ্রুপের পাশাপাশি বিভিন্ন গ্রুপে প্রকাশিত প্রায় সাড়ে ১৩ মিলিয়ন কনটেন্টও মুছে দিয়েছে প্রতিষ্ঠানটি। টম এলিসন জানান, ফেসবুকের নীতিমালা ভঙ্গ করে কোনো ব্যবহারকারী বা গোষ্ঠী ‘গ্রুপ’ ফিচারের সুবিধা ব্যবহার করে কোনো পোস্ট বা কনটেন্ট শেয়ার করছে কি না সে বিষয়ে কড়া নজর রাখা হচ্ছে। এর জন্য ফেসবুক ব্যবহারকারীদের দায়ের করা ‘রিপোর্ট’ এর পাশাপাশি নিজস্ব আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিও ব্যবহারের আহ্বান করছে। আর নীতিমালা ভঙ্গ করে দেওয়া পোস্টের কারণে গ্রুপ এবং কনটেন্ট মুছে দেওয়ার মতো বিষয়টি ফেসবুক ব্যবহারকারীদের জন্য এক ধরনের সতর্কবার্তা বলেও মনে করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত প্রায় এক বছরে বিভিন্ন গ্রুপে প্রকাশিত প্রায় দেড় মিলিয়ন কনটেন্ট মুছে দেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব কনটেন্ট প্রকাশ করা হয়েছিল। মুছে ফেলা কনটেন্টের মধ্যে প্রায় ৯১ শতাংশ কনটেন্ট ফেসবুক নিজস্ব এআই প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করেছে।