News71.com
 Technology
 28 Sep 20, 10:42 AM
 755           
 0
 28 Sep 20, 10:42 AM

২০২০ সালের মধ্যেই বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের হাতে পৌছে যাবে স্মার্টফোন॥

২০২০ সালের মধ্যেই বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের হাতে পৌছে যাবে স্মার্টফোন॥

প্রযুক্তি ডেস্কঃ মোবাইল বাজারের জন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে ২০২০ সাল। চলতি বছর বিশ্বে সক্রিয় স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা তিন দশমিক পাঁচ বিলিয়নে উন্নীত হবে। যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ। করোনাভাইরাসের কারণে অন্যান্য বছরের প্রথম তিন মাসের তুলনায় এ বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন বাজারে ধস নামে। লকডাউন শিথিলের সাথে সাথে স্বাভাবিক হতে থাকে স্মার্টফোন বাজার। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিউজু বলছে বৈশ্বিক মোবাইল বাজার নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে স্মার্টফোন ব্যবহারকারীদের এক-চতুর্থাংশের বেশি চীনের নাগরিক।


ইন্টারনেট অবকাঠামোগত উন্নতির কারণে মধ্য-দক্ষিণ এশিয়া, সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার মতো অঞ্চলে স্মার্টফোনের ব্যবহার বাড়বে। চলতি বছরের শেষের দিকে ২শ’ মিলিয়ন সক্রিয় স্মার্টফোন ফাইভ জি ব্যবহারে প্রস্তুত হবে। যা বিশ্বে সক্রিয় স্মার্টফোনের পাঁচ শতাংশ। এছাড়া, ২০২৩ সাল নাগাদ ফাইভ জি ব্যবহারে উপযুক্ত স্মার্টফোনের সংখ্যা বেড়ে দাঁড়াবে চার দশমিক আট বিলিয়নে। যা মোট সংখ্যার ৪২ দশমিক সাত শতাংশ। চলতি বছর মোবাইল গেমারের সংখ্যা বেড়ে দাঁড়াবে দুই দশমিক পাঁচ বিলিয়নে। একইসাথে এবছর মোবাইল গেমিং খাত থেকে আয় বেড়ে দাঁড়াবে ৭৭ দশমিক ২ বিলিয়ন ডলার। ২০২৩ সাল নাগাদ এই আয় একশ’ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন