প্রযুক্তি ডেস্কঃ কিছু মেসেজ আসে ফেসবুকে, কিছু মেসেজ আসে মোবাইলের এসএমএস হিসেবে। কোন মেসেজ যে কোথায় পৌঁছায় তা নিয়ে বেশ চিন্তিত থাকেন অনেকে। ফেসবুকের পক্ষ থেকে এবার চালু হচ্ছে নতুন সেবা। যে কেউ ইচ্ছে করলেই এবার সব এসএমএস পেতে পারেন ফেসবুক মেসেঞ্জারে।
মেসেজের দুনিয়ায় গোলমাল কমাতেই এই নতুন পদক্ষেপ নিতে চলেছে ফেসবুক। পৃথিবীর অধিকাংশ মানুষই ফেসবুক করেন অ্যান্ড্রয়েড ফোনে। ফোনের এসএমএস সেবাও আগের মতোই বহাল। তবে ফেসবুকের এই নতুন সেবায় তা কমতে বাধ্য। কেননা, এখন সব বার্তাই এক জায়গায় পৌঁছনোর ব্যবস্থা করল ফেসবুক।
শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোনেই পাওয়া যাবে এই সেবা। তাও কেবল টেক্সট মেসেজ নয়, ইমেজ, অডিও, এমনকি ভিডিও মেসেজও পাঠানো যাবে এই সেবায়।
মেসেঞ্জারের সেটিংস অপশনে গিয়ে লিস্টের মধ্যে এসএমএস অপশন থেকে ‘ডিফল্ট এসএমএস অ্যাপ’টি চালু করলেই এই সার্ভিস শুরু হবে।
এসএমএস কথোপকথনের ক্ষেত্রে আলাদা রঙ(পার্পল), মেসেঞ্জারে কথোপকথনের ক্ষেত্রে থাকবে আলাদা রঙ(নীল) ব্যবহৃত হবে। ফলত দুটো রঙ থেকেই বোঝা যাবে কোন ক্ষেত্রে কী কথোপকথন হয়েছে।এই সেবায় এসএমএসের খরচও কমবে। ফেসবুকের ইন্টারনেট খরচের মাধ্যমেই মিটিয়ে নেওয়া যাবে এসএমএসের কাজ।