News71.com
 Technology
 15 Nov 20, 09:28 PM
 670           
 0
 15 Nov 20, 09:28 PM

টিকটকের বিকল্প অ্যাপ তৈরি করল ২ ভারতীয়॥

টিকটকের বিকল্প অ্যাপ তৈরি করল ২ ভারতীয়॥

 

প্রযুক্তি ডেস্কঃ চীনা অ্যাপ টিকটক ভারতে নিষিদ্ধ। বিকল্প হিসেবে নতুন একটি অ্যাপ তৈরি করেছেন ভারতীয় কাশ্মীরের বুডগাম জেলার দুই ভাই। ধারণা করা হচ্ছে, টিকটিকের ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহারে আগ্রহী হবে। ভারতীয় গণমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, কাশ্মীরি দুই ভাইয়ের নাম টিপু সুলতান ওয়ানি এবং মোহেদ ফারুক। দুজনের মধ্যে টিপু একজন অ্যাপ ডেভেলপার। অন্যদিকে ফারুক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তারা দুজনই এর আগে নিউক্লিয়ার ওয়ানি নামে একটি অ্যাপ বানিয়েছে, যা শেয়ার ইট থেকেও কয়েক গুণ দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারে। ভারতে শেয়ার ইট নিষিদ্ধ হওয়ার পর অনেকেই নিউক্লিয়ার ওয়ানি ব্যবহার করছেন। টিকটকের আদলে অ্যাপ নির্মাণ প্রসঙ্গে টিপু বলেন, নিউক্লিয়ার ওয়ানি অ্যাপটি বানানোর পর আমরা ভারতীয় জনগণ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। টিকটিক নিষিদ্ধ হওয়ার পর অনেকেই আমাদের অ্যাপটির আদলে একটি অ্যাপ বানানোর পরামর্শ দেয়।পরে আমরা তা বানানোর সিদ্ধান্ত নেই। মাত্র এক মাসেই একটি অ্যাপ তৈরি করে ফেলি আমরা। আমার বড় ভাই ফারুক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে না থাকলে হয়তো এই অ্যাপ তৈরি করা সম্ভব হতো না। এদিকে প্রযুক্তিবিদরা আশা করছেন, নিউক্লিয়ার ওয়ানি টিকটিকের ব্যবহারকারীরা এই অ্যাপ ব্যবহারেও আগ্রহী হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন