News71.com
 Technology
 16 Nov 20, 06:36 PM
 589           
 0
 16 Nov 20, 06:36 PM

বিক্রির রেকর্ড ভাঙল মাইক্রোসফটের নতুন গেইমিং কনসোল॥

বিক্রির রেকর্ড ভাঙল মাইক্রোসফটের নতুন গেইমিং কনসোল॥

 

প্রযুক্তি ডেস্কঃ বাজারে এসেই আগের সব বিক্রয় রেকর্ড ভেঙেছে গেইমিং কনসোল এক্সবক্স সিরিজ এক্স এবং সিরিজ এস। এমন দাবি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের। এমনকি সরাবরাহ ঘাটতির কারণে অনেক গ্রাহক কনসোল অর্ডার করতে পারছেন না বলেও দাবি করেন এক্সবক্স প্রধান ফিল স্পেনসার। এক টুইট বার্তায় স্পেনসার জানান, আগের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি সংখ্যক দেশে আরও কনসোল বিক্রি হয়েছে। যা এক্সবক্স এর ইতিহাসে সবচেয়ে বড় উন্মোচন। সেজন্য গেমিং সমাজকে ধন্যবাদ জানান তিনি। চলতি বছরের ১০ নভেম্বর বিশ্ব বাজারে আসে মাইক্রোসফটের এই গেমিং কনসোল দুটি। যদিও প্রতিষ্ঠানটি বিক্রিত পণ্যের সংখ্যা ঘোষণা করে নি। কয়েকদিনের ব্যবধানে নতুন এক্সবক্স আগের সব কনসোলের রেকর্ড ভেঙেছে এমন খবর দিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট ভার্জ। এদিকে, নির্মাতা প্রতিষ্ঠান তাদের এক্সবক্স এক্স এবং এস শুরুতেই ৩৭ টি দেশের বাজারে আনে যা তাদের বাড়তি সুবিধা দিয়েছে। ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন আউটলেটগুলোতে। কয়েকদিনের ব্যবধানে বিক্রির শীর্ষে উঠে এসেছে গেইমিং কনসোল বিক্রেতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন