News71.com
 Technology
 18 Jun 16, 01:14 PM
 960           
 0
 18 Jun 16, 01:14 PM

চরমপন্থীদের প্রচারণা থামাতে বাজারে এলো নতুন সফটওয়্যার.....

চরমপন্থীদের প্রচারণা থামাতে বাজারে এলো নতুন সফটওয়্যার.....

প্রযুক্তি ডেস্ক: গতকাল শুক্রবার নতুন এক সফটওয়্যার উন্মোচন করেছে ওয়াশিংটনভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই সফটওয়্যার দিয়ে চরমপন্থিদের অনলাইনে ছড়িয়ে দেয়া কনটেন্ট বা বিষয়বস্তু সহজেই খুঁজে বের করা যাবে। এতে করে দ্রুততার সাথে ওই সব কনটেন্ট রিমুভ করতে পারবে অনলাইন ফার্মগুলো।

চরমপন্থীদের অনলাইনে ছড়ানো কনটেন্ট প্রতিরোধ ছাড়াও এই সফটওয়্যার দিয়ে একই কায়দায় শিশু পর্নোগ্রাফি প্রতিরোধ করা যাবে বলেছেন নির্মাতাদের।

এই সফটওয়্যার বানিয়েছেন ডার্টমাউথ ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞানি হ্যানি ফারিদ। এই বিজ্ঞানি এর আগে ফটোডিএনএ সিস্টেম তৈরিতে কাজ করেছেন। বর্তমানে শিশু পর্নোগ্রাফি রোধে ওই ফটোডিএনএ সিস্টেম ব্যাপকভাবে ব্যবহার করে থাকে বিভিন্ন ইন্টারনেটভিত্তিক কোম্পানি।

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চরমপন্থীদের প্রচারণা ব্যাপকভাবে বেড়েছে। এতে চরমপন্থীদের ছড়িয়ে দেয়া কনটেন্ট সরাতে হ্যানি ফারিদের সফটওয়্যার ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন