News71.com
 Technology
 24 Nov 20, 10:10 PM
 576           
 0
 24 Nov 20, 10:10 PM

ওয়ানপ্লাস৯ ফাইভজি’র তথ্য ফাঁস।।

ওয়ানপ্লাস৯ ফাইভজি’র তথ্য ফাঁস।।

প্রযুক্তি ডেস্কঃ আসছে ওয়ানপ্লাস ৯ এবং ৯প্রো ফাইভিজি নেটওয়ার্কের স্মার্টফোন। যদিও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এখনও এ বিষয়ে কিছু জানায়নি। ইতোমধ্যে সবাই জেনে গেছে কেমন ফোন আনছে প্রতিষ্ঠানটি। ফাঁস হয়েছে স্মার্টফোন দুটির ও ক্যামেরা সেটঅ্যাপের স্থিরচিত্র।জানা গেছে, প্রতিষ্ঠানটি ২ ডিসেম্বর ঘোষণা দিতে পারে স্মার্টফোন প্রকাশের। তবে ফোন দুটি বাজারে আসতে সময় লাগতে পারে আগামী বছরের মার্চ নাগাদ।  যেখানে ওয়ানপ্লাস৯ ফোনটিতে ১২ এমপি আউটপুট এবং ৬মিমি ফোকাল দৈর্ঘ্যসহ ৪৮ এমপি আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর থাকবে। থাকছে ৮ জিবি র‌্যামের সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার রেজুলেশন হবে ২৪০০ বাই ১০৮০ পিক্সেল। ব্যাকসাইডে থাকবে গরিলা গ্লাস প্রটেকশন। ডুয়েল ইডি ফ্লাশের সঙ্গে থাকছে ৬৪ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।অ্যান্ড্রয়েড ভার্সন ১১ স্মার্টফোনটিতে থাকবে নানা ফাংশনসহ অত্যাধুনিকসব সুটিং মোড। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা। থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন৮৭৫ অক্টাকোর প্রসেসর। ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পহার্জের শক্তিশালী ব্যাটারি। সঙ্গে থাকবে ২ বছরের ওয়ারেন্টি সুবিধা। ফোনটির দাম পড়বে বাংলাদেশি টাকায় ৫৪ হাজার টাকা। 

 

সূত্র: ৯১মোবাইলস

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন