News71.com
 Technology
 30 Nov 20, 07:18 PM
 676           
 0
 30 Nov 20, 07:18 PM

হুয়াওয়ের সরঞ্জাম স্থাপন কার্যক্রম বন্ধের নির্দেশ।।

হুয়াওয়ের সরঞ্জাম স্থাপন কার্যক্রম বন্ধের নির্দেশ।।

প্রযুক্তি ডেস্কঃ দেশের ফাইভ জি মোবাইল নেটওয়ার্কে সেপ্টেম্বর থেকে চলে আসা হুয়াওয়ের সরঞ্জাম স্থাপন কার্যক্রম বন্ধ করতে টেলিকম সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার।এরই মধ্যে মঙ্গলবার হাউজ অব কমন্সে দ্বিতীয় পাঠের সময় নতুন টেলিযোগাযোগ সুরক্ষা বিল নিয়ে বিতর্ক করবেন সংসদ সদস্যরা। নতুন টেলিযোগাযোগ সুরক্ষা বিল হচ্ছে, এই জাতীয় নিষেধাজ্ঞাগুলি আইনটিতে অন্তর্ভুক্ত করার প্রথম পদক্ষেপ। এবং বিলটি সংসদে কীভাবে পাস হবে, তা ঠিক কিভাবে চলবে তার বিশদ বর্ণনা থাকে। মঙ্গলবার নতুন একটি আইন উন্মোচিত হওয়ার আগে এ নির্দেশনা এসেছে, যার মধ্য দিয়ে ইউকে নেটওয়ার্ক থেকে নিষিদ্ধ হলো চীনা প্রতিষ্ঠানটি। ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেন বলেছিলেন, যে তিনি ফাইভ জি নেটওয়ার্ক থেকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ বিক্রেতাদের সম্পূর্ণ অপসারণের জন্য’ চাপ দিচ্ছেন। তবে অনুমতি থাকবে পুরনো সরঞ্জাম বহালের। যুক্তরাজ্য সরকারের এমন ঘোষণায় কোনো মন্তব্য করা হবে না বলে জানিয়েছে হুয়াওয়ে। এক বছরের বেশি সময় ধরে প্রচেষ্টা চলছিল হুয়াওয়ে কে নেটওয়ার্ক থেকে বের করার। চলতি বছরের জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে ২০২৭ সালের মধ্যে পুরো ফাইভ জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের কিটটি সম্পূর্ণ অপসারণের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য।

সূত্র: বিবিসি

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন