প্রযুক্তি ডেস্কঃ বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার আনছে স্যামসাং। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২১ সিরিজে এই ফিচার মিলবে। গ্যালাক্সি এস ২১ সিরিজে থাকছে আরও বেশ কিছু চমক। জানা গেছে ওয়ান ইউ আই-এর ভার্সন যুক্ত গ্যালাক্সি এস ২১। বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার ব্যবহার করার জন্য থাকবে অপশন। হাই বিক্সবি বললেই খুলে যাবে ফোন। সম্ভবত আগামী বছর থেকে এই ফিচার ব্য়বহার করা যাবে। যেভাবে কাজ করবে এই ফিচার? যখনই আপনি হাই বিক্সবি বলবেন তখনই আপনার নির্দেশ ফোনকে দেবে বিক্সি। প্রাথমিক পর্যায়ে ভয়েস পাসওয়ার্ড তৈরির অপশন দেবে ফোন। যাতে হ্যান্ডস ফ্রি পাসওয়ার্ড সেট করা যায়। তবে এখনই এই ফিচার ব্য়বহার করা যাবে না। জানা গেছে ওয়ান ইউ আই ৩.১ ভার্সনে এই ফিচার ব্য়বহার করা যাবে। তবে এখনও সব তথ্য প্রকাশ করেনি স্যামসাং। ২০২১ সালের জানুয়ারি মাসে গ্যালাক্সি এস ২১ আনুষ্ঠানিক প্রকাশ হবে। ফেব্রুয়ারি মাস থেকে মিলবে বাজারে।