News71.com
 Technology
 11 Dec 20, 09:32 PM
 699           
 0
 11 Dec 20, 09:32 PM

গ্রাহকদের জন্য গ্রামীণফোন আনলো আইফোন-১২।।

গ্রাহকদের জন্য গ্রামীণফোন আনলো আইফোন-১২।।

প্রযুক্তি ডেস্কঃ ডিজিটাল বাংলাদেশ এর কানেক্টিভিটি পার্টনার হিসেবে আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে গ্রামীণফোন অ্যাপেলের অত্যাধুনিক স্মার্টফোন আইফোন ১২ নিয়ে এসেছে গ্রাহকদের জন্য।  চমৎকার নতুন ডিজাইনের আইফোন ১২ এর মডেলগুলোতে রয়েছে একেবারে নতুন ক্যামেরা সিস্টেম, বিনোদনের আরও অভিনব অভিজ্ঞতা নিশ্চিত করতে এজ-টু-এজ সুপার রেটিনা এক্সডিআর ডিস্প্লে, স্থায়িত্ব নিশ্চিত করতে সিরামিক শিল্ড ফ্রন্ট কভার এবং অ্যাপেলের নিজস্ব ডিজাইনের স্মার্টফোন জগতের দ্রুততম এ১৪ বায়োনিক চিপ।

গ্রাহকরা তাদের নির্ধারিত সেলস চ্যানেল (গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার এবং অনলাইন শপ) এর মাধ্যমে শুক্রবার (১১ ডিসেম্বর) থেকে আইফোন ১২ ক্রয় করতে পারবেন। সম্পূর্ণ মূল্য তালিকা এবং প্রাপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য নিকটস্থ গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টার যোগাযোগ করুন অথবা https://gpoffers.co/iphone-12  লিংকতে ক্লিক করুন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন