প্রযুক্তি ডেস্কঃ ২০২১ সালে বিস্ময়করভাবে ভিডিও কলিং প্লাটফর্ম জুম অ্যাপের প্রতিদ্বন্দ্বী হতে চলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জার। চলতি বছরের শুরুতে বিশেষ করে বসন্তে যখন করোনা মহামারি আসে এবং জাতীয় পর্যায়ে লকডাউন শুরু হয় ঠিক তখনই লাইমলাইটে আসে জুম এবং মাইক্রোসফট টিমসের মতো ভিডিও কনফারেন্সিং সেবামূলক প্লাটফর্মগুলো। রেকর্ড বলছে, বর্তমানে জুম অ্যাপে দৈনিক কয়েক মিলিয়ন মিটিংয়ের আয়োজন হচ্ছে। যা ৯ মাস আগে দুজন ব্যাক্তির কল রেকর্ডের মধ্য দিয়ে শুরু হয়। এরপর থেকে নিয়মিত বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। তবে ফেসবুকের ভিডিও কণ্ফারেন্সিং প্লাটফর্ম ম্যাসেঞ্জার রুম পরিসেবাটি আসার পর কিছুটা বিপত্তিতে পড়তে হয় জনপ্রিয় এই অ্যাপসভিত্তিক প্রতিষ্ঠানটিকে। অবশ্য ম্যাসেঞ্জার রুমস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। যেখানে হোস্ট হতে পারবে ৫০ জনেরও অধিক অংশগ্রহণকারী। যাদের একজনকে সক্রিয় একটি ফেসবুক একাউন্ট থেকে হোস্ট হতে হবে। আর হ্যাঁ, এদিকে গুগল ট্রেন্ডসের তথ্য অনুসারে জুম শব্দটি উঠে এসেছে ২০২০ সালের চতুর্থ সর্বাধিক সন্ধান করা শব্দ হিসেবে।
সূত্র: টেকরাডার