News71.com
 Technology
 01 Jan 21, 11:02 AM
 630           
 0
 01 Jan 21, 11:02 AM

চীন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো॥

চীন থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো॥

প্রযুক্তি ডেস্কঃ জাপানের ৪০ শতাংশ প্রযুক্তি প্রতিষ্ঠান চীন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। ইতমধ্যে অনেকে উৎপাদনকেন্দ্র অন্য দেশে স্থানান্তর শুরুও করেছে। গত মঙ্গলবার টোকিওভিত্তিক বার্তা সংস্থা কিয়োদো নিউজের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা কতটা চীনকেন্দ্রিক, করোনাভাইরাস মহামারির মধ্যে সেটা পরিষ্কার বোঝা গেছে। তার ওপর প্রযুক্তি খাতে আধিপত্য বিস্তারে চীন-যুক্তরাষ্ট্রের লড়াই বাড়তি উদ্বেগ তৈরি করেছে। এ কারণে অনেক প্রতিষ্ঠানই এখন উৎপাদন বা যন্ত্রাংশ সরবরাহে চীনের ওপর নির্ভরশীলতা কমানোর চিন্তা করছে। কিয়োদো কর্তৃপক্ষ জরিপের জন্য জাপানের প্রায় ১৫০টি প্রধান ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছে। এর মধ্যে ৯৬টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে। এদের মধ্যে রয়েছে ক্যানন, টয়োটা, কেডিডিআই কর্পোরেশন, কোবি স্টিল, এনইসি কর্পোরেশন, মিতসুবিশি ভারী শিল্প লিমিটেডের মতো বৃহৎ শিল্পগোষ্ঠীগুলো।

জরিপের ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ৪৪ শতাংশ, অর্থাৎ ৪২টি প্রতিষ্ঠান তাদের সরবরাহ ব্যবস্থা চীন থেকে দক্ষিণ বা দক্ষিণপূর্ব এশিয়ায় সরিয়ে নিতে চায়। অবশ্য জাপান সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দেশেই উৎপাদনকেন্দ্র ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছে। তবে মাত্র আটটি প্রতিষ্ঠান সরকারের এ আহ্বানের বিষয়ে ইতিবাচক চিন্তা করছে। প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা অভ্যন্তরীণ প্রশিক্ষণ চালাচ্ছে বা নিজেদের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো চিহ্নিত করেছে। ২৭ শতাংশ বা ২৬টি প্রতিষ্ঠান বলেছে, তারা প্রযুক্তিগত তথ্য ফাঁস হওয়া ঠেকাতে অংশীদারদের সঙ্গে যৌথ গবেষণা নিষিদ্ধ করেছে। ছয়টি প্রতিষ্ঠান বলেছে, তারা এসব বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। মাত্র একটি প্রতিষ্ঠান অন্যদের সঙ্গে যৌথ গবেষণা করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন