News71.com
 Technology
 12 Jan 21, 11:06 AM
 662           
 0
 12 Jan 21, 11:06 AM

ফেসবুকের বদলে সিগন্যাল ব্যবহারের পরামর্শ ইলন মাস্কের॥

ফেসবুকের বদলে সিগন্যাল ব্যবহারের পরামর্শ ইলন মাস্কের॥

প্রযুক্তি ডেস্কঃ বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সম্প্রতি হোয়াটসঅ্যাপের জন্য তৈরি করা ফেসবুকের গোপনীয়তা নীতির সমালোচনা করেছেন তিনি। তিনি পরামর্শ দিয়েছেন যে, এখন থেকে ফেসবুকের পরিবর্তে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’ ব্যবহার করুন। ইলন মাস্কের টুইটটি রিটুইট করেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসি। এর কিছুক্ষণ পরেই সিগন্যাল টুইট করে জানায়, তারা কাজ চালিয়ে যাচ্ছে, নতুন ব্যবহারকারীদের ঢেউ সামলাতে। ২০১৮ সালে গোপনীয়তা নীতি নিয়ে ফেসবুকের সমালোচনা করেন মাস্ক। তখন তিনি নিজের ব্যক্তিগত পেজ ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলা এবং স্পেসএক্স’র পেজ ফেসবুক থেকে সরিয়ে ফেলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন