News71.com
 Technology
 21 Jun 16, 12:03 AM
 925           
 0
 21 Jun 16, 12:03 AM

অবশেষে উইন্ডোজের জন্য আসছে অফিসিয়াল ‘ফেসবুক’ অ্যাপ

অবশেষে উইন্ডোজের জন্য আসছে অফিসিয়াল ‘ফেসবুক’ অ্যাপ

প্রযুক্তি ডেস্কঃ এবার উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার ও স্মার্টফোনে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ব্যবহার করা যাবে। উইন্ডোজ সেন্ট্রাল ডটকমের এক প্রতিবেদনে বলেছে, ফেসবুক উইন্ডোজ ১০ প্লাটফর্মের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

সম্প্রতি উইন্ডোজ স্টোরে ফেসবুকের অফিসিয়াল অ্যাপের একটি বেটা ভার্সন উন্মুক্ত করা হয়েছে। স্টোরে যে অ্যাপটি পাওয়া যাচ্ছে সেটি মাইক্রোসফটের ডেভেলপরা ফেসবুকের অনুমতি সাপেক্ষে তৈরি করেছেন। ফেসবুকের উইন্ডোজ ১০ ভার্সনের অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমের মতোই। এটি দিয়ে ফেসবুকের ব্র্যান্ডিং, ডিজাইন, এপিআই এক্সেস এর মতো কাজগুলো করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন