প্রযুক্তি ডেস্ক: কাচ দিয়ে বানানো কোনো ব্রিজ বা দেওয়ালে জোরে আঘাত করতে নেই। অনেক কাচ ইঁট বা পাথরের আঘাত সহ্য করতে পারে। কিন্তু একটা বিশাল স্লেজ হ্যামারের আঘাত তো চিন্তাই করা যায় না। কিন্তু একে অনায়াসে চ্যালেঞ্জ করতে পারে একমাত্র চীনের সরকার।
ঝ্যাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের কথাই বলা হচ্ছে। এটা পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত সবচেয়ে দীর্ঘ কাচের সেতু। এই সেতুর কাঁচে ইঁট-পাথর তো দূরের কথা, একটা ভয়াল দর্শন স্লেজ হ্যামার দিয়ে আঘাত করলেও এর কিছুই হবে না।