News71.com
 Technology
 05 Feb 21, 10:56 AM
 578           
 0
 05 Feb 21, 10:56 AM

ফেসবুকের নতুন সমস্যা॥ বন্ধ হচ্ছে বহু গ্রুপ

ফেসবুকের নতুন সমস্যা॥ বন্ধ হচ্ছে বহু গ্রুপ

প্রযুক্তি ডেস্কঃ সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক। বিশেষ করে বাংলাদেশে এর জনপ্রিয়তা শীর্ষে। বিশ্বজুড়ে প্রায় ২৫০ কোটি মানুষ এই জনপ্রিয় মাধ্যমটি ব্যবহার করেন। এটি বাংলাদেশে ব্যবহারকারীর সংখ্যাও কম নয়। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি প্রতিনিয়ত নতুন নতুন সুবিধা দিলেও কিছু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে এর ব্যবহারকারীরা। বিশেষ করে বড় সমস্যায় পড়ছে ফেসবুকের গ্রুপগুলো। সাইবার ৭১ এর অ্যাডমিনিস্ট্রেটর আব্দুল্লাহ আল জাবের জানিয়েছেন, ফেসবুক গ্রুপের অনেক সাধারণ মানের ছবি কিংবা ভিডিওতে কয়েকটি আইডি থেকে ফেক রিপোর্ট করলেই রিমোভ হয়ে যাচ্ছে। ক্রমাগত অ্যাডমিনদের পোষ্টে রিপোর্ট করলে ফেসবুক সিকিউরিটি বট community violation এ ধরে ফেসবুক গ্রুপসহ ডিজেবল করে দিচ্ছে।

ফেসবুকের নতুন আপডেটের পর বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) এসব সমস্যার কথা জানান তিনি। আব্দুল্লাহ আল জাবের বলেন, এছাড়াও আরও সমস্যা পরিলক্ষিত হয়েছে, যার অপব্যবহার করছে একদল অসাধু চক্র। এসব কারণে দেখা গেছে, ফেসবুকের নতুন আপডেটের কারণে প্রচুর Community বন্ধ হয়ে যাচ্ছে এবং কুচক্রী মহল এটার অপব্যবহার করছে। ডিজেবল হওয়া গ্রুপগুলোর মধ্যে রয়েছে Science Bee / AMD Ryzen Enthusiasts Bangladesh সহ আরও অনেক গ্রুপ। এছাড়াও একই কারণে ডিজেবল হয়েছে Food Bloggers ও Petuk Couple এর মতো জনপ্রিয় গ্রুপগুলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন