News71.com
 Technology
 22 Jun 16, 01:40 PM
 914           
 0
 22 Jun 16, 01:40 PM

ল্যাপটপের ব্যাটারির জন্য বাজে ব্রাউজার ক্রোম!

ল্যাপটপের ব্যাটারির জন্য বাজে ব্রাউজার ক্রোম!

প্রজুক্তি ডেস্ক: কোন ইন্টারনেট ব্রাউজার সব চেয়ে ভাল, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ ভোট দিতে চান ক্রোম-এর পক্ষে, কেউবা বেছে নেন ফায়ারফক্স। কেউ আবার বেছে নেয় অন্য কোন ব্রাউজার। সেটা একান্তই ব্যক্তিনির্ভর মতামত।

কিন্তু, সম্প্রতি ইন্টারনেট ব্রাউজার মাইক্রোসফট এজ যে সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে, তা নিঃসন্দেহে চোখ কপালে তোলার মতোই বটে।এই সমীক্ষা এবং তার ফলাফল বলছে, গুগল ক্রোম যতটা ল্যাপটপের ব্যাটারি খরচ করায়, ততটা অন্য কোনও ব্রাউজারে হয় না! স্পষ্ট হিসেব ব্যবহারকারীদের জন্য পেশ করেছে মাইক্রোসফট এজ। একই এইচডি ভিডিও সমান সময়সীমায় বার বার চালিয়ে দেখা গেছে, কোন ইন্টারনেট ব্রাউজারে কতটা ব্যাটারি খরচ হয়।

কোন ইন্টারনেট ব্রাউজার কতক্ষণের মধ্যে ল্যাপটপের ব্যাটারির চার্জ শেষ করে তা হল:

গুগল ক্রোম: ৪ ঘণ্টা ১৯ মিনিট ৫০ সেকেন্ড

মজিলা ফায়ারফক্স: ৫ ঘণ্টা ৯ মিনিট ৩০ সেকেন্ড

অপেরা মিনি: ৬ ঘণ্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড

আর মাইক্রোসফট এজ: পাক্কা ৭ ঘণ্টা ২২ মিনিট ৭ সেকেন্ড!

যদি ল্যাপটপের ব্যাটারি চার্জের হিসেব ধরতে হয়, তবে মাইক্রোসফট এজ-এর ধারে-কাছে কেউ আসতে পারছে না। মাইক্রোসফট বলেছে, যাতে ল্যাপটপের ব্যাটারি কম খরচ হয়, সেই দিকে বিশেষভাবে নজর দিয়ে এই ইন্টারনেট ব্রাউজার বানানো হয়েছে।

সমীক্ষার ফলাফল আরও বলেছে, মাইক্রোসফট এজ ব্রাউজার গুগল ক্রোম-এর চেয়ে ৭০ শতাংশ বেশি ব্যাটারি সাশ্রয়কারী। কিন্তু এই ভিডিও চালানোর হিসেব বাদ দিলেও অন্য কাজের নিরিখেও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় মাইক্রোসফট এজ এগিয়ে থাকছে ৩৬-৫৩ শতাংশ বেশি! সে আপনি অন্য সাইটে যাওয়া, অনেকগুলো ট্যাব খোলা, ই-মেল পড়া, কোনও আর্টিকল স্ক্রল করা বা ছোট ভিডিও দেখা- যা-ই করুন না কেন।

তবে, মাইক্রোসফট এজ যা-ই বলুক না কেন, বাজার কিন্তু বলছে অন্য কথা। বিশ্বের সব চেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার এখনও পর্যন্ত গুগল ক্রোম-ই! বাজারে তার শেয়ারও রয়েছে ৪৫ শতাংশ। অপরদিকে, মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার আপাতত মন্দার মুখ দেখছে। গত মাসে এক ধাক্কায় তাদের শেয়ার ৪১.৩৭ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৩৮.৬ শতাংশে। সেই জন্যই এমন সব সমীক্ষা পেশ করে এবং মাইক্রোসফট এজ নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন